বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে এক শিশু কন্যাকে সাথে নিয়ে মায়ের বিষপান।। মায়ের মৃত্যু।। বেঁচে গেলেন শিশুটি

By মেহেরপুর নিউজ

October 24, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ অক্টোবর: পারিবারিক কলহের জের ধরে  মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে আপন সন্তানকে নিয়ে বিষ পান করেছেন  সের আলীর স্ত্রী এক হতভাগি মা রোজিনা খাতুন। বিষপানে মা রোজিনা খাতুনের মৃত্যু হলেও ৯ মাস বয়সের শিশু কন্যা ছবি খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সের আলী  জানান, সকালের দিকে স্ত্রী রোজিনার সঙ্গে সামান্য ঝগড়া হয় তার। এরপর তিনি বাড়ির বাইরে চলে যান। এরই জের ধরে রোজিনা খাতুন সেভেন আপের সঙ্গে বিষ মিশিয়ে প্রথমে বড় ছেলে রবিউল ইসলামকে (৫) খাওয়ানোর চেষ্টা করে। এসময় রবিউল বিষের গন্ধ পেয়ে পালিয়ে যায়। পরে রোজিনা খাতুন শিশু সন্তান ছবি খাতুনকে ওই বিষ খাইয়ে দেন এবং নিজেও সে বিষ পান করেন। এর কিছুক্ষণের মধ্যে রোজিনা খাতুনের মৃত্যু হলেও শিশু ছবি ছটফট করতে থাকে। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামসুল আলম  জানান, শিশুটি এখন কিছুটা সুস্থ রয়েছে। তবে আশঙ্কামুক্ত নয়। কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলম হোসেন  জানান, রোজিনা খাতুনের লাশ পুলিশ উদ্ধার করেছে।