বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে এডিপি’র কাজ ভাগাভাগি :: ক্ষুব্দ হয়ে দরপত্র রশিদ বই কব্জায় নেন জেলা পরিষদের সদস্য :: পরে ফেরৎ

By মেহেরপুর নিউজ

June 01, 2017

মেহেরপুর নিউজ,০১ জুন: মেহেরপুর গাংনী উপজেলা এলজিডির অধিনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ২৩ লক্ষ টাকার ৫টি গ্রুপের বেশকিছু রাস্তা সংস্কার ও প্যালাসাইড কাজের দরপত্র ভাগাভাগি করে নিয়েছে গাংনী ছাত্রলীগ- শ্রমীক লীগের নেতারা। এ দিকে দরপত্র কিনতে যেয়ে না পেয়ে মেহেরপুর জেলা পরিষদের ১০ নং ওয়ার্ড সদস্য মজিরুল ইসলামের বিরুদ্ধে দরপত্র ক্রয়ের মূল রশিদ বই ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। পরে গাংনী উপজেলা নির্বার্হী কর্মকর্তার মধ্যস্থতাই দরপত্রের রশিদ বই উদ্ধার করা হয়। গাংনী এলজিইডি’র আফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ছিল এডিপি প্রকল্পের ৫ গ্রæপের দরপত্র ক্রয়ের শেষ দিন। এদিন নিধারিত সময়ের মধ্যে ৫টি লাইসেন্সে ১৬ টি দরপত্র বিক্রি হয়। এর পর ঠিকাদার মজিরুল ইসলাম এসে দরপত্র ক্রয় করতে চান। নির্ধারিত সময় শেষ হওয়ায় তাকে দর পত্র দেওয়া সম্ভাব হয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অফিস সহকারীর কাছে থেকে দরপত্রের মূল রশিদ বই ছিনিয়ে নিয়ে চলে যান তিনি। এদিকে গতকাল বৃহস্পতিবার খোঁজ নিয়ে জানা গেছে, দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ৫টি লাইসেন্সে ১০ জন দরপত্র জমা দিয়েছেন। সিডিউল জমার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, গাংনী থানা পুলিশ উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ভূল করে মজিরুল ইসলাম দরপত্র বিক্রয়ের রশিদ বই নিয়ে গিয়েছিলেন পরে ফিরত দিয়েছেন। তিনি আরো জানান, এ বিষয়ে কোন আইন গত ব্যবস্থা নেওয়া হয়নি। কেউ ভূল বুঝে কিছু করলে সেটা অন্যায়ের মধ্যে পরেনা। আর সবচেয়ে বড় কথা আমার কাগজ হারিয়েছিল, সেই কাগজ আমি ফিরে পেয়েছে । জেলা পরিষদের সদস্য ও ঠিকাদার মজিরুল ইসলাম বলেন, কিছু ঠিকাদার অসাধু চিন্তা ভাবনা করছিল। আমি সিডিউল কিনতে চাইলে আমাকে বাঁধা দেওয়া হয়। বিশেষ করে ছাত্রলীগ ও শ্রমীক লীগের কিছু নেতা বিশেষ করে মনি ,কেরুরা সিডিউল কিনতে বাঁধা দেয়। পরে তাদের বাধা অতিক্রম করে সিডিউল কিনতে গেলে ২টা ৪৫ মিনিটে আফিস সিডিউল দিতে অসম্মত জানায়। আফিস থেকে জানানো হয় দরপত্র কেনার সময় শেষ হয়ে গিয়েছে। দরপত্র কেনার সর্বশেষ সময় ৩ টা ৩০ মিনিট তাহলে ২টা ৪৫ মিনিটে বন্ধ হয় কিভাবে। এ নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয় । আমি অফিসের ভাউচার বই নিয়ে চলে আসি। তিনি আরো বলেন, বই নিয়ে যাওয়ার বিষয়টিতো বড় কথা নয় ৩টা ৩০ কিভাবে ২টা ৪৫ হয়। সিডিউল টাইম মতো বেচাকেনা করুক। একশ্রেনীর টোকাই আছে যারা চা-টা খাওয়ার ধান্দায় থাকে। তাদের মদ্যে শ্রমিকের কিছু আবার ছাত্র লীগের কিছু লোক আছে যারা ব্যবসায়ী বা ঠিকাদার নয়। কিন্তু মাস্তানি মনোভাব নিয়ে সিডিউল ঠেকায়। পরে ইউএনও সাহেবের কথা মেনে নিয়ে আমি সিডিউল কেনা থেকে বিরত থেকেছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, দরপত্র নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে। তবে সংশ্লিষ্ট সকলে বিষয়টি স্বীকার করলেও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান  বলেন, দরপত্র রশিদ বই কেউ নিয়ে গেছেন এ ধরণের কোন তথ্য তার কাছে নেই। তিনি বলেন, আমার জানামতে দরপত্র ভাল ভাবে বিক্রয় এবং জমা হয়েছে।