মেহেরপুর নিউজ ২৪ ডট কম ১২ অক্টোবর: মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বাড়ান পাড়ার প্রবাসী সোহরাবের বাড়ির সামনে থেকে ৩ টি বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এএসআই বিশ্বজিৎ লাল টেপ দিয়ে মড়ানো ৩ টি বোমা উদ্ধার করে। এএসআই বিশ্বজিৎ জানান,বাগান পাড়ার মৃত নকীম উদ্দীনের ছেলে সোহরাব আলীর বাড়ির গেটে কে বা করা একটি ব্যাগের মধ্যে বোমা গুলো রেখে যায়। বোমা গুলো উদ্ধারের পর পানি ভর্তি বালতিতে রেখে নিক্রিয় করা হয়েছে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান,আতংক সৃষ্টির জন্য বোমা গুলো রাখা হতে পারে। এ ব্যপারে তদন্ত করা হচ্ছে।