রাজনীতি

গাংনীতে এম এ খালেকের সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

May 02, 2015

মেহেরপুর নিউজ,০২ মে: গাংনীর রাজনীতি পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

শনিবার দুপুরে তার বাসভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গাংনীতে ঘটে যাওয়া ঘটনার উপর তিনি আলোচনা করেন। এম এ খালেক বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পন্য’র ন্যায্য মূল্যে পায় এজন্য সরকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে গম ক্রয় অভিযান শুরু করেছে। কিন্তুু একটি গোষ্ঠি সিন্ডিকেডের মাধ্যমে প্রকৃত চাষীদের বাদ দিয়ে গম খাদ্য গুদামে দেওয়ার চেষ্টা করছে। এই খাদ্য গুদামের সিন্ডিকেট কে কেন্দ্র করে গাংনীতে সংঘর্ষ সহিংসতা লেগেই আছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন,কৃষকরা যাতে সরাসরি খাদ্য গুদামে গম সরবরাহ করতে পারে এজন্য প্রশাসন সকল ব্যবস্থা নিয়েছে। খাদ্য ক্রয়ে কোন অভিযোগ থাকলে প্রশাসন কে জানানোর জন্য আহবান জানান। গাংনীতে প্রায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস কিন্তু মাত্র ১৫/২০ জন মানুষ গাংনীর শান্ত জনপদ কে অশান্ত করে তুলছে বলে তিনি অভিযোগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্ন কে বাধাগ্রস্থ ও প্রকৃত চাষীদের সাথে প্রতারনা করতেই গম সিন্ডিকেট বাহিনী নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন,আন্দোলন সংগ্রাম করে রেজিষ্ট্রি অফিস,পল্লী বিদ্যুৎ এর দূর্নীতি বন্ধ করেছি। গাংনীর জনগন কে সাথে নিয়ে ফুড সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলবে। এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহিদুজ্জামান খোকন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর নবীর উদ্দীন,আওয়ামীলীগ নেতা হাজী মোহাসীন আলী সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।