বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব লালুকে অব্যাহতি

By Meherpur News

May 04, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব আশরাফুজ্জামান লালুকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে তিনি চলতি এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করতে পারবেন না। আশরাফুজ্জামান লালু গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে,চলতি এসএসসি পরীক্ষায় গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব ছিলেন আশরাফুজ্জামান লালু । পরীক্ষা পরিচালনায় প্রশাসন এবং ট্যাগ অফিসারকে অসহযোগিতা করার অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত এ প্রত্যাহার আদেশ দেয়া হয়।

আদেশের ফলে আশরাফুজ্জামান লালুর স্থলে কেন্দ্র সচিব হিসেবে ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা পরিচালনা প্রশাসনের কাজে অসহযোগিতা এবং ট্যাগ অফিসার গাংনী উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন আরিফুল ইসলামের সাথে পরীক্ষা কক্ষে অসৌজন্যমূলক আচরণ করেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।

এরই প্রেক্ষিতে ট্যাগ অফিসার আরিফুল ইসলাম বিষয়টি গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করলে, তাৎক্ষনিক ভাবে এ সিদ্ধান্ত দেয় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।