ইতিহাস ও ঐতিহ্য

গাংনীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

By Meherpur News

November 03, 2025

সাহাজুল সাজু :

বাংলাদেশের গ্রামীণ সমাজে বহু প্রাচীনকাল থেকেই নানা রকম ক্রীড়া ও বিনোদনের প্রচলন রয়েছে। এর মধ্যে অন্যতম হলো লাঠি খেলা। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এক সময় আত্মরক্ষার কৌশল হিসেবেও ব্যবহৃত হতো। লাঠি খেলা আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। প্রাচীনকালে গ্রামীণ মানুষ ডাকাত ও বন্য প্রাণীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার করত। পরবর্তীতে এই আত্মরক্ষার কৌশলটি ধীরে ধীরে বিনোদন ও প্রতিযোগিতামূলক খেলায় রূপ নেয়। এক সময় বিকেল হলেই গ্রামের খােলা স্থানে ঐতিহ্যবাহী লাঠি খেলা হতাে। কিন্তু আধুনিক ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর বিনোদনের কারণে লাঠি খেলা হারাতে বসেছে। তাই হারানাে ঐতিহ্যকে ফিরাতে মেহেরপুরের গাংনীতে হয়ে গেলাে লাঠি খেলা।

সােমবার দিনব্যাপি গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা খেলার আয়োজন করে। আয়োজনে সভাপতিত্ব করেন গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার সভাপতি সােহানুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক,গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হােসেন মেঘলা,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা উপভােগ করেন হাজার হাজার দর্শক। খেলায় গাংনী উপজেলার বিভিন্ন লাঠিয়াল দল অংশগ্রহণ করে।