গাংনী প্রতিনিধি :
মার্কিন সাম্রাজ্যসহ চরম-ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে এবং মুক্তিযুদ্ধ-সস্বাধীনতার ধারা অব্যাহত রেখে ঊন্নয়নের অগ্রগতি চলমান রাখতে জনগণকে উদ্ধুদ্ধ করতে মেহেরপুরের গাংনীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
সেই সাথে সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাতে লিফলেট বিতরণ করা হয়।
রবিবার সকালের দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মাবুদ লিফলেট বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান,গাংনীর ষােলটাকা ইউনিয়ন যুবমৈত্রীর সভাপতি মােমিনুল ইসলাম মােমিন মাস্টার।