বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

October 24, 2016

মেহেরপুর নিউজ,২৪ অক্টোবর: কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিক্ষার মান উন্নয়নে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের (গোপালনগর) লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও উইমেন এন্ড গার্লস লিড গ্লোবাল-এর সহযোগিতায় সভার আয়োজন করে বিদ্যালয়ের পিটিএ কমিটি। সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেখ ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,গাংনী ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম স্যার, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম,গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও বিশিষ্ট উপস্থাপক মহিবুর রহমান মিন্টু। অন্যদের মধ্যে বক্তব্য দেন,রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ আলী,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য গিয়াস উদ্দীন,রুস্তম আলী,বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক,কামাল আহমেদ, বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নাহিদ হাসান।