এক ঝলক

গাংনীতে করােনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম দিনের লকডাউন ঢিলেঢালা

By মেহেরপুর নিউজ

April 05, 2021

সাহাজুল সাজু :

করােনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রথম দিনের লকডাইন মেহেরপুরের গাংনীতে ঢিলেঢালা ভাবে চলছে।

সােমবার থেকে এক সপ্তাহের এ লকডাউনের প্রথম দিনের সকালে গাংনী উপজেলা শহরের দােকান-পাট বন্ধ রয়েছে। তবে ছােট ছােট কিছু দােকান খুলে রাখার দৃশ্য দেখা গেছে। সরকার ঘােষিত গণপরিবহন বন্ধ থাকলেও গাংনী ছােট ছােট যানবাহন যেমন-অটােভ্যান,অটাে রিক্সা,আলম সাধু,সিএনজি,ট্রাক যথারীতি চলাচল করছে।

এদিকে গাংনী উপজেলা শহরের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ি ও কর্মচারীদের মধ্য ক্ষােভ বিরাজ করছে। দােকান-পাট বন্ধ ঘােষণার প্রতিবাদে সােমবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা শহরের ব্যবসায়ি ও কর্মচারীরা বিক্ষােভ ও প্রতিবাদ করেছেন।

পরে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী ও কাউন্সিলরবৃন্দ এবং গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর বুলু ব্যবসায়ি ও কর্মচারীদের প্রতিবাদ না করার পরামর্শ প্রদান করেন। তাদের এ পরামর্শে প্রতিবাদ থেকে বিরত হয় ব্যবসায়ি ও কর্মচারীরা।

ব্যবসায়ী ও কর্মচারীদের দাবি যে,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে,তাদের সংসারের খরচ চালানাে সম্ভব নয়। একমাত্র ব্যবসার উপর নির্ভর করে সংসার চলে।

এদিকে গাংনী উপজেলা শহরে লকডাউন কিছুটা মেনে চললেও আঞ্চলিক বাজারগুলাে ও গ্রাম অঞ্চলে লকডাউন যেনাে বােঝায় যাচ্ছেনা।