খুলনা বিভাগ

গাংনীতে কর্মজীবী মায়েদের জন্য হেলথ্ ক্যাম্পের কার্যক্রম শুরু

By Enayet Akram

September 19, 2019

গাংনী অফিস, ১৯ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় হেলথ্ ক্যাম্প -২০১৯ এর কার্যক্রম শুরু। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা ভূমি কর্মকর্তা সুখময় সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন। মোট ৪২৫ জনকে তিন বছর পর্যন্ত ৫শ’ করে টাকা ভাতা, মাদার সহায়তার আওয়াতায় মাতৃত্বভোগির আওতায় খাবার স্যালাইন,কেক, বিস্কুট,সাবান ও এর পাশাপাশি দুই দিন মা ও শিশুর চিকিৎসা সুবিধা দেওয়া হবে। এ সময় পৌরসভার উপকারভোগি সকল মায়েরা উপস্থিত ছিলেন।