অন্যান্য

গাংনীতে কাঠের নিচে চাপা পড়ে একজন আহত

By মেহেরপুর নিউজ

November 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি স’মিলে কাঠ তুলতে গিয়ে বাবুল নামের এক শ্রমিক কাঠের নিচে চাপা পড়ে আহত হয়েছে। আহত বাবুল একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। জানা গেছে, বাবুল জোড়পুকুরিয়া গ্রামের একটি স’মিলে শ্রমিকরে কাজ করে। শুক্রবার সকালের দিকে কাঠ ফাড়াই করার করার জন্য একটি কাঠ স”মিলে তুলতে গেলে সে কাঠের নিচে চাপা পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।