কৃষি সমাচার

গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ

By Meherpur News

July 14, 2025

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর খরিপ -১ মৌসুমে প্রণােদনা কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ৩ হাজার ৬৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ) ও কলা চাষীদের রাসায়নিক সার, বালাইনাশক হিসেবে নগদ টাকা বিতরণের উদ্বোধন হয়েছে।

পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে পর্যায়ক্রমে এ প্রণােদনা দেয়া হবে।

সােমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে উদ্বোধনী দিনে ৫ ক্যাটাগরির ৫ জন করে কৃষক এ প্রণোদনা পেয়েছেন। পর্যায়ক্রমে পূর্ব তালিকা অনুযায়ী কৃষকরা এ প্রণোদনা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অফিসের উন্নয়ন শাখার উপ-সহকারী সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ৩ হাজার জন কৃষক পাচ্ছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, রাসায়নিক ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি ও বালাইনাশক সহায়তা হিসেবে ৩৫৫ টাকা বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে। ১০ জন চাষীকে শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ১৬০ কেজি পেঁয়াজ কন্দ, রাসায়নিক ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, বালাইনাশক ১ টি ও সংরক্ষণ পাত্র ১ টি। ৪০০ জন কলা চাষীকে ইউরিয়া ১০ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, জিংক ১ কেজি, বোরন ১ কেজি ও বালাইনাশক ১টি করে দেয়া হবে। একই সাথে ২৫০ জন চাষীকে ৫ টি করে আমের চারা দেয়া হবে।