বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 03, 2023

গাংনী প্রতিনিধি :

২০২২-২০২৩ অর্থবছরে প্রণােদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ২ হাজার ৬শ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার এবং ১২০জন কৃষককে ১ কেজি করে পেয়াজের বীজ ও সার প্রদান করা হয়।

সােমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বােধনের আয়োজন করে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

উদ্বােধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান হােসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।