শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষক বহিঃস্কার ।। ২য় দিনে অনুপস্থিত ১৮৮

By মেহেরপুর নিউজ

November 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:

ছেলে পরীক্ষার্থী এই তথ্য গোপন করে একই কেন্দ্রের সচীব হওয়ায় ও পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের নকলে সহায়তা ও কর্তব্যে অবহেলার অভিযোগে  ২ জন শিক্ষিকাকে পিএসসি পরীক্ষার ২য় দিনে পরীক্ষা কেন্দ্র থেকে বহিঃস্কার করা হয়েছে। বহিঃস্কৃতরা হলেন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচীব পারভেজ সাজ্জাদ রাজা, হাড়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকা খাতুন ও কাজিপুর মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা খাতুন। বেলা ১২ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন করমদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০৩ নং কক্ষ থেকে সেলিনা খাতুন ও তৌফিকা খাতুনকে বহিঃস্কার করেন। এছাড়া পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর তথ্য গোপন রেখে পরীক্ষা কেন্দ্রে সচীব হওয়ায় পরাভেজ সাজ্জাদ রাজকে কেন্দ্র সচীব থেকে বহিঃস্কার করেন। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ইউএনও আবুল আমিন জানান, পরীক্ষায় অসুদাপায় অবলম্বন করার কারনে তাদের বহিঃস্কার করা হয়েছে।

অপরদিকে, মেহেরপুর জেলায় চলতি প্রাথমিক শিক্ষা সমাপানি পরিক্ষার দ্বিতীয় দিনে নতুন করে আরো ১৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো এদের মধ্যে সদর উপজেলায় ৯২ জন, গাংনী উপজেলায় ৭৭ জন ও মুজিবনগর উপজেলায় ১৯ জন ছাত্র ছাত্রী রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান শিক্ষার্থী অনুপস্থিত এর তথ্য নিশ্চিতকরেছেন।