মেহেরপুরের গাংনীতে কোল ও দাস সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২০১৮-১৯ অর্থবছরে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে কোল সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ,ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডা.অশোক চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই কোল ও দাস সম্প্রদায়ের পক্ষ থেকে বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালকে ফুলের তোড়া উপহার দেয় । এসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট বোর্ড পরিচালিত স্কুলের শিক্ষক মিঠুন, শিপন ও সাধন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পিছিয়ে পড়া নৃগোষ্ঠী কোল সম্প্রদায়ের ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ২ শ’ টাকা করে এবং দাস সম্প্রদায়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে যথাক্রমে ৯ শ’ ও ১২ শ’ টাকা করে বিতরণ করা হয়।
# গাংনী অফিস#