শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে গণিত উৎসব

By মেহেরপুর নিউজ

September 17, 2015

মেহেরপুর নিউজ,১৭ সেপ্টেম্বর: “গণিত নিয়ে খেলা কর,বিশ্বটা কে জয় কর” এই শ্লোগানের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে গনিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গনিত উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত গণিত উৎসবে উপজেলার বিভিন্ন স্কুলের ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। পরে দুপুরে প্রতিযোিগীতা শেষে বিজয়ী দুটি গ্রুপে ২০ জন কে সার্টিফিকেট, ৬ জন কে ক্রেষ্ট ও ৪ জন ছাত্রী ছাত্রী কে মেডেল প্রদান করা হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথী বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, ফুলকুড়ি কিন্ডার গার্টেনেরে অধ্যক্ষ সিরাজুল ইসলাম। গনিত উৎসব পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের গাংনী উপজেলা সমন্নয়কারী হেলাল উদ্দীন।