বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে গাঁজাসহ ব্যবসায়ীকে আটক, সেবনকারীকে এক মাসের জেল

By Meherpur News

May 05, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে এক কেজি গাঁজাসহ জেমস প্রকাশ মন্ডল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ী ও শাহির হােসেন(৪৫) নামের অপর এক মাদকসেবীকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মগাংনী উপজেলার জুগিন্দা গ্রামের চার্চ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়।  মাদক ব্যবসায়ী জেমস প্রকাশ মন্ডল উপজেলার জুগিন্দা গ্রামের অমরেন্দ্র মন্ডলের ছেলে। সেবনকারী শাহির আলী উপজেলার ঢেপা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।  মাদক সেবনকারী শাহির আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা শাহির আলীকে এ দন্ডাদেশ দেন। শাহির আলীকে দুপুরে গাংনী থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মদনমোহন সাহা সোমবার (৫ মে) বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের চার্চ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শাহির নামের এক মাদক সেবনকারীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় । পরে তার দেওয়া তথ্য মতে, জেমস প্রকাশ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষের ভেতর থেকে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পোঁটলায় এক কেজি গাঁজাসহ জেমস প্রকাশ মন্ডলকে আটক করা হয় । যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

মাদক কারবারি জেমস প্রকাশ মন্ডল দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে তার এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা। আটক মাদক কারবারী জেমস প্রকাশ মন্ডলের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।