বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে প্রচন্ড শীত : হাসপাতালে রােগীদের ভীড়

By Meherpur News

January 11, 2026

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনীতে প্রচন্ড শীতে জনজীবন বিপযর্স্ত। ভাের হলেই কুয়াশা, সকাল হলে সূর্য্য মুখ দেখা গেলেও শীত কমেনি। কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষেরা। কনকনে শীতের কারণে ঠান্ডাজনিত রােগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে ঠান্ডায় সবচেয়ে বেশি রােগাক্রান্ত হচ্ছে শিশু ও বেশি বয়স্ক মানুষ।

এ কারণে প্রতিদিনই হাসপাতালে রােগীর ভীড় জমছে।