অন্যান্য

গাংনীতে গাঁজা বিক্রেতার ৬ মাসের জেল

By মেহেরপুর নিউজ

December 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর: গাঁজা রাখার অভিযোগে সবুজ হোসেন (২৫) ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার বিকালে গাংনী উপজেলার বামুন্দী পুলিশ ক্যাম্পে আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল আমিন। দন্ডিত সবুজ হোসেন বামুন্দী বাজার পাড়া এলাকার আরজুল্লাহর ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, আসামী সবজু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য রাখা ও বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। এর আগে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ তৌহিদুল ইসলাম বেলা ১২ টার দিকে বামুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩ পুরিয়া গাঁজাসহ সবুজকে আটক করেন। আদালতের নির্দেশে সবুজ হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।