আইন-আদালত

গাংনীতে গাইড বই বিক্রি ও মোটরসাইকেলে বৈধ কাগজ না থাকায় জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

February 12, 2015

মেহেরপুর নিুউজ,১২ ফেব্রুয়ারি: গাইড বই বিক্রি করার অপরাধে শ্যামলী বুকল্যান্ডের ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় কয়েকজন মোটর সাইককেল মালিকের নিকট থেকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা শহরের হাইস্কুল গেটের শ্যামলী বুকল্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন ।

ভ্রাম্যমান আদালতের বিচারক আবুল আমিন জানান, অবৈধ গাইড বই বিক্রির অভিযোগে শ্যামলী বুকল্যান্ডের মালিক আতিয়ার রহমানকে নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর ৩/১ এর ৪ ধারা মতে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কিছু গাইড বইও জব্দ করা হয়। তিনি আরো জানান, এছাড়া মোটরযান আইনে বিভিন্ন মোটরসাইকেল মালিকের বৈধ কাগজ পত্র না থাকায় তাদেরকে  ৪ হাজার ৫’শ টাকা আদায় করা হয়।