গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্য বিভিন্ন প্রজাতির গাছের চারা,গ্রীষ্মকালীন সব্জির বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাহাজুল সাজু, এ সিদ্দিকী শাহিন, তােফায়েল হােসেন ও মাহাবুল ইসলামসহ সরকারী কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়,গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৪শ ৫০ জন কৃষকের মাঝে ১প্যাকেট বীজ, ডিএপি সার ৫ কেজি, এমওপি ৫ সার কেজি করে দেওয়া হবে । একই সাথে ১শ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৫টি তালের চারা, নেট (জাল) এবং খুঁটি বিতরণ করা হয়। সেক্ষেত্রে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে ৫ টি করে কাঁঠাল,বেল,জাম ও নিম গাছের চারা বিতরণ করা হবে।