সাহাজুল সাজু :
ভাপসা গরম ও তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের। খাঁ-খাঁ রোদে মাঠ-ঘাট ফেটে চৌচির। কোথাও একটু নেই স্বস্তি। তার মধ্যে চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। এতো গরমের মাঝেও আবহমান গ্রাম-বাংলায় বিলুপ্তির পথে গান গেয়ে পানি চাওয়ার রেওয়াজ যেনাে আজাে টিকে রেখে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট ও মহাম্মদপুর গ্রামের মানুষ।
গত কয়েকদিন ধরে লক্ষ্য গেছে, মহাম্মদপুর ও বাওট গ্রামের বিভিন্ন বয়সী মানুষ প্রচন্ড গরম ও প্রখর রোদকে অপেক্ষা করে দলবেঁধে বাড়ির উঠানে উঠানে কাঁদা করে গান গেয়ে আল্লাহর কাছে পানি চাচ্ছেন।