ব্যবসা ও বানিজ্য

গাংনীতে চকলেট বোমা বিক্রির অভিযোগে ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ও ২ দিনের জেল দিয়েছে

By মেহেরপুর নিউজ

August 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগস্ট: মেহেরপুরের গাংনী শহরে একটি কসমেটিকস দোকানে চকলেট বোমা বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও ২ দিনের জেল দিয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হুমায়ন কবীর আজ রোববার সন্ধ্যায় গাংনী শহরের থানার মোড় এলাকার ভাই ভাই স্টোরে সময় র‌্যাব ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দোকান মালিক মনিরুল ইসলামকে আটক করেন। পরে আদালতের মুখ্য বিচারক  তাকে ২ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ২ দিনের কারাদন্ডাদেশ দেন। বিচারক হুমায়ন কবীর জানান,গণউপদ্রুপ সৃস্টির দায়ে তাকে এ জেল জরিমানা দেওয়া হয়েছে। এদিকে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাংনী উপজেলা শহরসহ এলাকার বিভিন্ন স্থানে চকলেট বোমা বিক্রি ও পটকা ফোটানে থেকে বিরত থাকার জন্য  ব্যাপক মাইকিং করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম।