অন্যান্য

গাংনীতে চলছে সরকারী ভাবে গম ক্রয় কার্যক্রম ।। জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 05, 2015

মেহেরপুর নিউজ,০৫মে: মেহেরপুরের গাংনীতে খাদ্য গুদামে সরকারী ভাবে গম ক্রয় কার্যক্রম পরিদর্শন করেছে জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন,সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু,মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন,পুলিশ সুপার হামিদুল আলম,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক ও পৌর মেয়র আহমেদ আলী গম ক্রয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন,মেহেরপুর জেলা ওর্য়াকার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,আওয়ামীলীগ নেতা মকলেচুর রহমান মুকুল,হাজী মহাসিন আলী,শহিদুল ইসলাম,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,পেীর কাউন্সিলর নবীর উদ্দীন,সরকারী কর্মকর্তা ও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্তিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য মকবুল হোসেন বলেন,যারা প্রকৃত চাষী শুধু মাত্র তাদের কাছ থেকে গম ক্রয় করতে হবে। চাষীরা যাতে কোন প্রকার হয়রানীর স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক বলেন,দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেট সরকারী খাদ্য গুদামে গম,চাল ও ধান সরবরাহ করে আসছিল। একারনে বেশ কয়েক বছর যাবৎ চাষীরা সরকারের কাছে গম,চাল ও ধান বিক্রি থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সফলতার কারনে বর্তমানে প্রকৃত চাষীরা গম দিতে পারছে। এ সফলতা কৃষকদের ও গাংনী বাসির। গাংনীর প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরকারী মূল্যে গম ক্রয় করা হচ্ছে। গম দিতে এসে যাতে কৃষরা হয়রানীর স্বীকার না হয় এজন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন। কোন ব্যাক্তি বা গোষ্ঠী গাংনীর বাইরে থেকে এনে যাতে গম দিতে না পারে এজন্য তদারকি করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন,কার্ডধারী কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে গম ক্রয় করা হচ্ছে। যারা প্রকৃত চাষী তারা সর্বোচ্চ ৩ টন পর্যন্ত গম সরবরাহ করতে পারবে। গম দিতে বাধা আসলে তাৎক্ষনিক ভাবে জেলা কিংবা উপজেলা প্রশাসন কে জানানোর জন্য কৃষকদের প্রতি আহবান জানান তিনি। মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন,কৃষকদের কাছ থেকে গম ক্রয়ে কোন সমস্যর সৃষ্টি না হয় এজন্য খাদ্য গুদাম এলাকায় সার্বক্ষনিক পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ২৮ টাকা কেজি দরে গাংনী উপজেলার ৩ হাজার ৭৪ মেট্রিক টন গম ক্রয় করবে সরকার।