মেহেরপুর নিউজ,১৭ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আযোজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন তার নিজ কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করেন। এসময় উপজেলার বিভিন্ন স্কুলের ৩২ জন ছাত্রী কে পুরস্কৃত করা হয়। উজ্জল ভবিষ্যত গড়ার লক্ষে ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।