বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে চুরির ঘটনার সাথে জড়িত ৪জন গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

September 03, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে দােকানের টিন সেড কেটে স্বর্ণ চুরির ৩ দিন পর চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন-গাংনী করমদী গ্রামের রবিউল ইসলামের ছেলে সুলতান বাদশা (২২). মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজিজুল হকের ছেলে ফজলুল হক ফজল (৪০),একই উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নোমান হােসেন (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নান্টু মিয়া (৩০)।

শনিবার দিনাগত রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুজিবনগর এলাকা থেকে ৪জনকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশের একটিদল।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৯ আগস্ট দিবাগত রাতে করমদী গ্রামের একটি জুয়েলারি দোকানের টিনের শেড ও সিলিং কেটে ভিতরে প্রবেশ করে চাের চক্ররা। এসময় চােরেরা ৬-৮ লক্ষাধিক টাকার স্বর্ণ ও রোপার গহনা চুরি করে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, করমদী গ্রামের মাসুদ রানা বাবু নামের একটি জুয়েলারীর দোকান থেকে সোনা ও রোপার গহনা চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় মাসুদ রানা (বাবু) বাদী হয়ে ৩০ আগস্ট একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দার বাদশাসহ চার জনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের নিকট হতে চুরি হওয়া মালামালের মধ্যে থেকে ৩ রতি পাকা সোনা, ২৪ পিচ নাকফুল এবং ১০ ভরি রোপার গহনা উদ্ধার করা হয়। রোববার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।