বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার : চোর গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

June 10, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল ২২ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সেই সাথে চুরির সাথে জড়িত অনিক আহমেদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মোরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করা হয় । স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশ ও গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে মােটরসাইকেল উদ্ধার ও চাের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অনিক উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত জ্যাতি আলীর ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক জানান, গতকাল শুক্রবার বালিয়াঘাট গ্রামের শুকুর আলী তার বাড়ির ভিতরে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান।

মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে । মোটরসাইকেল না পেয়ে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় মোটরসাকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল চোর অনিক আহমেদকে গ্রেপ্তার করা হয় । অনিকের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার পোড়াদহ এলাকার কাটদহ গ্রামে অনিকের শ্বশুর পক্ষের আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান,গ্রেপ্তারের পর অনিক মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে।