রাজনীতি

গাংনীতে চেয়ারম্যান পদে ৫০ জনের মনোনয়ন জমা

By মেহেরপুর নিউজ

April 07, 2016

মেহেরপুর নিউজ,০৭ এপ্রিল: ৪র্থ ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে আ.লীগের ১২ বিদ্রোহী, বিএনপির ৩ বিদ্রোহী, জামায়াতের ৩ জনসহ ৫০ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা স্ব স্ব ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রির্টার্নিং কর্মকর্তাদের হাতে তাদের মনোনয়ন জমা দেন। আ.লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন কাথুলী ইউনিয়নে শিহাব আলী, তেতুল বাড়িয়ায় নাজমুল হুদা বিশ্বাস, কাজীপুরে জমির উদ্দিন, আব্দুল আলিম, বামুন্দিতে জাহাঙ্গীর আলম, হবিবার রহমান হবি, মটমুড়ায় সোহেল আহামেদ, ষোলটাকায় আয়ুব আলী, ধানখোলায় গোলাম সরোয়ার শওকত, রাইপুরে আব্দুর রব, ফারুক হোসেন ও ইসমাইল হোসেন। বিএনপির বিদ্রোহী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তেঁতুলবাড়িয়াতে আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার এবং বামুন্দিতে বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল। জামায়াতের (স্বতন্ত্র) প্রার্থী হিসবে কাজীপুরে বর্তমান চেয়ারম্যান আলম হুসাইন, ধানখোলাতে মশিউর রহমান সাবান ও তেঁতুলবাড়িয়াতে আব্দুল মালেক মনোনয়ন জমা দিয়েছেন। আ.লীগ ও বিএনপির দলীয় প্রার্থীরা হলেন: কাথুলী ইউপিতে আ.লীগের মিজানুর রহমান রানা ও বিএনপির দলীয় প্রার্থী জিহাদ আলী, তেঁতুলবাড়িয়া ইউপিতে আ.লীগের আল মামুন ও বিএনপির জাহাঙ্গীর আলম, কাজিপুরে আ.লীগের আবু নাতেক ও বিএনপির রাহাত উল্লাহ, বামুন্দীতে আ.লীগের শহিদুল ইসলাম বিশ্বাস ও  বিএনপির আমিরুল ইসলাম, মটমুড়াতে আ.লীগের আবুল হাসেম ও বিএনপির অধ্যক্ষ হামিদুল ইসলাম, ষোলটাকাতে আ.লীগের দেলবার হোসেন ও বিএনপির মনিরুজ্জামান মনি, সাহারবাটিতে আ.লীগের গোলাম ফারুক ও বিএনপির বাশিরুল ইসলাম হাসান, ধানখোলাতে আ.লীগের আব্দুর রাজ্জাক ও বিএনপির আখেরুজ্জামান, রাইপুরে আ.লীগের গোলাম সাকলায়েন সেকু ও বিএনপির আলফাজ উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কাজীপুরে হাফিজুর রহমান, মঞ্জুর হোসেন, নাজিম উদ্দিন, আবুল কালাম, আব্দুর রউফ, মটমুড়াতে মনিরুজ্জামান, মাসুদ পারভেজ, ষোলটাকাতে কামরুজ্জামান, আব্দুল কুদ্দুস, কামরুল ইসলাম, আল হেলাল, শাহারবাটিতে সানারুল ইসলাম, মনিরুল ইসলাম, ধানখোলাতে তরিকুল ইসলাম।