বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ছাগল হত্যাকান্ডের জেরে সংঘর্ষে আহত ১০

By মেহেরপুর নিউজ

August 28, 2017

মেহেরপুর নিউজ,২৮ আগষ্ট:

মেহেরপুরের গাংনীতে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামের মোফাজ্জেল হোসেন ও সেন্টু পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। মোফাজ্জেল হোসেন সহ তার পক্ষের আহতরা হলেন,আমিরুল ইসলাম(৫২),বাবুল আক্তারের স্ত্রী রেজমিনা খাতুন (৩৬),দাউদ হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (৩০),আক্তারুজ্জামান,শামছুন্নাহার। সেন্টু পক্ষের সেন্টু সহ আহতরা হলেন,আবুল কালামের ছেলে আবুল বাশার(৩৫),সেন্টুর ছেলে শাহিনুজ্জামান। আহতদের মধ্যে সেন্টু ও তার ছেলে শাহিন ও প্রতিপক্ষ মোফাজ্জেল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। সেন্টুর ভাই মঞ্জু জানান,মোফাজ্জেল হোসেনের ছেলে শফি গত কয়েকদিন পূর্বে তাদের একটি ছাগলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পার্শবর্তী একটি কবর স্থানে মাটিচাপা দিয়ে রাখে। বিষয়টি জানাজানি হলে মোফাজ্জেল হোসেনের পরিবারের সদস্য আব্দুস সাত্তারকে জানানো হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে এসে মোফাজ্জেল সহ তাদের সহযোগীরা হামলা করে আহত করে। মোফাজ্জেল হোসেনের পক্ষের আহত আমিরুল ইসলাম জানান,শফি ছাগল মেরে থাকলে এর যথাযথ প্রমান হয় তাহলে ক্ষতিপুরন দেয়া হবে। এমন কথা বলার পরপরই সেন্টু সহ তাদের সহযোগীরা আমাদের উপর হামলা করে আহত করে। আহত রেজমিনা খাতুন জানান,এ ঘটনার পরপরই সেন্টুর সহযোগীরা আমাদের বাড়িতে হামলা করে ভাংচুর করে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,সংঘর্ষের ঘটনার খবর পেয়ে করমদী ও গাংনী হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।