সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে ছাঁদ চাপা পড়ে জয় আহমেদ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। কলেজ ছাত্র জয় দেবীপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
শনিবার (৩- জুন-২০২৩ ইং) সন্ধ্যা ৭ টার দিকে দেবীপুর গোরস্তান গেইটের ছাদ মাথায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। জয় একই গ্রামের ফজলুর রহমানের পালিত সন্তান। জয় গাংনী সরকারী ডিগ্রী কলেজের এইচ,এস,সির প্রথম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান,জয় শনিবার সন্ধ্যার দিকে গ্রামের একটি আম বাগানে সহপাঠীদের সাথে গল্প করছিলেন। ।গল্প করে বাড়ি ফেরার সময় গোরস্তানের পাঁচীরের ছাদে শরীর চর্চার জন্য ঝুল দিচ্ছিলেন। কয়েক বার ঝুল দিলে, ছাদ ভেঙে তার বুকের উপর পড়ে। সহপাঠীরা তাকে উদ্ধার করে।
চিকিৎসার জন্য প্রথমে বামন্দীর একটি ক্লিনিক ভর্তি করলে,তার শারীরিক অবস্থাে অবনতি দেখা দেয়। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন। রবিবার সকাল ৮ টার দিকে জয়ের নামাজের যানাজা অনুষ্ঠিত হবে বরে পারিবারিক সূত্র জানায়।