বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ছাদ ধসে ভিক্ষুকের মৃত্যু ; স্ত্রী আহত

By Meherpur News

May 01, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌরসভার ড্রেনের কাজ করার ফলে একটি পুরানাে বিল্ডিংয়ের ছাদ ধসে আমজাদ হোসেন (৬৫) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ সময় মারাত্মক ভাবে আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন (৫৫)।

বৃহস্পতিবার সকালের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হােসেনের মৃত্যু হয়। নিহত আমজাদ জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুল্লাহ এর ছেলে।

স্থানীয়রা জানান,গত কয়েকদিন যাবত গাংনী পৌরসভার ড্রেনের খনন ও সংস্কার কাজ শুরু হয়েছে। গাংনী বাজারের থানা মােড়স্থ ড্রেনের পাশে রয়েছে গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেংগাড়া গ্রামের বাসিন্দা দাউদ হোসেনের বিল্ডিং। ড্রেন খনন করার ফলে দাউদ হােসেনের বিল্ডিং হেলে যায়। বুধবার রাতে ওই বিল্ডিংয়ের পাশে ঘুমিয়ে ছিলেন ভিক্ষুক আমজাদ হােসেন ও তার স্ত্রী রহিমা খাতুন। বুধবার মধ্যেরাতে ওই বিল্ডিংয়ের একাংশ ধসে আমজাদ ও তার স্ত্রী মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমজাদ এর শারীরিক অবস্থার অবনতি হলে,সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আজ বৃহস্পিতবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ মারা যান। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।