বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ছিনতাইকারীদের হামলায় ৭ সব্জী ব্যবসায়ী আহত, লক্ষাধিক টাকা লুট

By মেহেরপুর নিউজ

October 29, 2016

মেহেরপুর নিউজ,২৯ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বেতবাড়িয়া সড়কের রামনগর ইটভাটার কাছে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যারাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লক্ষাধিক টাকা সহ ৮টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে। ছিনতাইকারীদের প্রতিবাদ করতে গেলে ৭ সব্জী ব্যবসায়ী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ব্যবসায়রা জানান, শুক্রবার বামুন্দী বাজারে সবজী বিক্রি শেষে শ্যালো ইঞ্চিন চালিত অবৈধ যান নসিমন (আলগামন) যোগে নিজ গ্রাম রামনগরে ফেরার পথে ইটভাটার নিকট ছিনতাইকারী মুখে পড়ে। এসময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের মারধর শুরু করে। এসময় তাদের কাছে থাকা নগদ লক্ষাধিক টাকা ও ৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এলাকা ত্যাগ করে। এর মধ্যে রামনগর গ্রামের হয়রত আলীর ছেলে টিপলু হোসেনের ৯ হাজার, কছিম মন্ডলের ছেলে নজু মন্ডলের ৭ হাজার, আব্দুর রকিবের ছেলে সুজন মিয়ার ৬ হাজার, খেজমত আলীর ছেলে বাবু মিয়ার ৮ হাজার, আজমত আলীর ছেলে জিয়াউর রহমানের ৮ হাজার, দবির মন্ডলের ছেলে জামাল উদ্দীনের ১২ হাজার, কচিমুদ্দীনের ছেলে আব্দুল লতিফের ৫ হাজার, নবীন মিয়ার ছেলে জফুর আলীর ৮ হাজার, আব্দুল লতিফের ছেলে রুবেল মিয়ার ৬ হাজার, আলী হোসেনের ছেলে ভুটুর ৪ হাজার, জামাল উদ্দীনের ছেলে সজিব মিয়ার ১২ হাজার, ইসমাইল হোসেনের ছেলে বাবুর সাড়ে ৪ হাজার ও ইমান আলীর ছেলে আবু হোসেনের ৭ হাজার টাকা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরাপালিয়ে যায়। তবে ছিনতাইকারীদের সানাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।