বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ :: মহিলা সহ উভয় পক্ষের আহত-১০

By মেহেরপুর নিউজ

June 10, 2017

মেহেরপুর নিউজ,১০ জুন:

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের সংঘর্ষে মহিলা সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮ দিকে উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে বাশারুল ইসলাম ও মহিরউদ্দীন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাশারুল ইসলাম পক্ষের আহতরা হলেন,সাহার আলী ও তার স্ত্রী মদিনা খাতুন (৩৭),রহমতুল্লার ছেলে মহাব্বত আলী (৬৫),সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান। মহিরউদ্দীন পক্ষের আহতরা হলেন,সুলতান আলীর ছেলে জাহারুল ইসলাম, ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল তার ভাই এনামুল হক ও ইব্রাহীমের মেয়ে বিলকিছ খাতুন। অবস্থা আশংখা জনক হওয়ায় মহাব্বত আলী ও বাশারুল ইসলাম কে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আহত বাশারুল ইসলাম জানান,বাড়ির পার্শে জনৈক্য আব্দুল মান্নানের ৪ কাঠা জমি ক্রয় করতে চেয়েছিলেন একই গ্রামের মহিরউদ্দীন। সেই জমি মহিরউদ্দীন ক্রয় না করায় উক্ত জমি আমি ক্রয় করি। আমি জমি ক্রয় করার পর থেকে মহিরউদ্দীন আমার পরিবারের উপর ক্ষুদ্ধ হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৮ টার সময় ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল ও মহিরউদ্দীনের সহযোগীরা আমার বাড়িতে হামলা চালায়। এসময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান,মহিরউদ্দীন ও বাশারুল ইসলাম যৌথ ভাবে জমিটি ক্রয় করার জন্য ষ্টাম্পে লেখাপড়া করা হয়। কিন্তু বাশারুল ইসলাম গোপনে মহিরউদ্দীন কে বাদ দিয়ে তার নামে রেজিষ্ট্রি করে নেয়। এ নিয়ে ঘটনায় সময় একটি চায়ের দোকানে আলাপ আলোচনা চলছিল। এক পর্যায় সংঘর্ষ বাধলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে লক্ষীনারায়নপুর ধলা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।