বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ।। শিশু সহ আহত ৪

By মেহেরপুর নিউজ

September 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ সেপ্টেম্বর:

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিশু সহ ৪ জন কে পিটিয়ে আহত করেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। প্রভাবশালীরা হামলা চালিয়ে ক্ষান্ত হয়নী লুটপাট ও বাড়ি ভাংচুরওকরেছে । কেটে দেয়া দিয়েছে প্রায় অর্ধশত মেহগুনী গাছের চারা। পরে আহতদের পুলিশী পাহারায় গাংনী হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ের করা হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইয়ারুল ইসলামের মেয়ে দেড় বছরের শিশু আয়েশা খাতুন,স্ত্রী ছালেহা(৩২),মা সারোজান(৫৫) ও ভাবি সেফালী খাতুন(২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান,বেশ কিছু দিন আগে ১০ শতক সরকারী খাস জমি বন্দোবস্ত নিয়ে ঘরবাড়ি করেছি। কিন্তু ঐ জমি গ্রাস করার জন্য এলাকার প্রভাবশালী ফরমান আলীর ছেলে কেরা, ওফাত আলীর ছেলে হবি, আখের আলীর ছেলে গোলাম, গোলাম আলীর ছেলে মস্তক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে শিশু সহ চার জন কে পিটিয়ে মারাত্বক আহত করে। এসময় দেড় লক্ষ টাকা,আসবাব পত্র ও ডেউটিন লুট করে নিয়ে যায়। যাবার সময় বেশ কিছু মেহগুনীর চারা গাছ কেটে দেয় তারা। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনী অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। হিন্দা পুলিশ ক্যম্প ইনচার্জ এসআই নাজিম উদ্দীন জানান,সেফালী খাতুন ও ছালেহা খাতুন আহত হয়ে ঘরের পিড়িতে পড়ে থাকাবস্থায় তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে পাঠানো হয়। গাংনী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান,আহতদের শরীরের আঘাতে বেশ কিছু চিহৃ পাওয়া গেছে। এছাড়া শিশু আয়োশা খাতুনের মাথা ফেটে গেছে। তাদের চিকিৎসা সেবা চলছে। ইয়ারুল ইসলাম আরো জানান,স্থানীয় ইউপি সদস্য আবুবক্করে ইন্দনে তার বাড়িতে লুটপাট ও হামলা করা হয়েছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এব্যপারে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তাদের পাওয়া যায়নী। তবে স্থানীয়রা জানিয়েছে হামলার পরপরই হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে গেছে।