বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি দখল নিয়ে সংঘর্ষে নারীসহ ১১জন আহত

By মেহেরপুর নিউজ

July 20, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে খাস জমি দখল নিয়ে দু’পক্ষের লােকজনের মধ্যে সংঘর্ষে নারী সহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন-জালশুকা গ্রামের আসাদুল ইসলামের ছেলে রিপন আলী (২৬),আবুল হায়াতের ছেলে মিনারুল ইসলাম (৫০), শাহীন আলী স্ত্রী শিল্পী খাতুন (২৫),আমির বকসের ছেলে তমসের আলী (৬০),আজগর আলীর ছেলে ইকরাম হােসেন (৩৫),মনিরুদ্দীনের ছেলে টুটুল হােসেন (৩৮)।

অপরপক্ষে আহতরা হলেন-ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে মােবারক হােসেন (৩৫),একই পরিবারের সদস্য জাহানারা খাতুন (৫০),নজরুল ইসলামের স্ত্রী মহিলা খাতুন (৫০),মফিজ উদ্দীন ছেলে আরমান আলী (৪৮) ও তারা চাঁদের ছেলে সাহাবুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জালশুকা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জালশুকা গ্রামে একটি খাস জমি দখল নিয়ে ওই গ্রামের তমসের আলী ও মােবারক হােসেনের লােকজনের মধ্যে বেশ কয়েক বছর যাবত দ্বন্দ্ব চলে আসছিল।

বৃহস্পতিবার বিকেলে ওই জমি দখল নিয়ে উত্তেজনা হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সন্ধ্যায় আবারাে দু”পক্ষের লােকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষের রুপ নেয়।