বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধ :: সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দু’পক্ষের ২০ জন আহত

By মেহেরপুর নিউজ

February 26, 2017

মেহেরপুর নিউজ,২৬ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। একজনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রবিবার সকাল ৮ টার সময় উপজেলার বেতবাড়িয়া গ্রামের কিয়ামত আলী ও সিরাজুল ইসলাম পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় বেতবাড়িয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে সিরাজুল ইসলাম পক্ষের সাবেক ইউপি সদস্য জমির উদ্দীন, আমির বিশ্বাস, আব্দুল হান্নান , রবিউল ইসলাম , কোকমনি এবং কিয়ামত আলী পক্ষের সেকেন্দার আলী, কামরুল ইসলাম, ফারুক হোসেন, স্বপন , কিয়ামুদ্দীন , মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। স্থানীয়রা জানান, বিরোধ পূর্ণ জমিতে স’মিল বসানো কেন্দ্র করে কিয়ামত আলী ও সিরাজুল ইসলামের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মুক্তিযোদ্ধাসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিয়ামত আলী জানান, তাদের নামে রেকর্ডকৃত ৪ শতক জমি রয়েছে। সে জমি দখল করে স’মিল তৈরি করতে গেলে বাধা প্রদান করি এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে আহত হওয়ার ঘটনা ঘটে। সাবেক ইউপি সদস্য জমির উদ্দীন ও সিরাজুল ইসলাম জানান,সমঝোতার মাধ্যম স’মিল বসানোর কথা ছিল একারনে সকালে স’মিলের মালামাল নিয়ে গেলে তাদের উপর কিয়ামত আলীর লোকজন অতর্কিত হামলা করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সুলতানা জানান, আহতদের মধ্যে সেকেন্দার আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে এখন পর্যন্ত অভিযো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।