বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১২ জন আহত

By মেহেরপুর নিউজ

August 09, 2016

মেহেরপুর নিউজ,০৯ আগষ্ট: মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুগ্রুপের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর দুজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভরাট গ্রামের মোফাজ্জল হোসেন ও প্রতিবেশী সেলিম হোসেনের মধ্যে বাড়ির পাশর্^বর্তী স[কের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওই সড়কে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় সেলিম পক্ষের লোকজন। এর জের ধরে দফায় দফায় কথাকাটাকাটির জের ধরে দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের মহিলা সহ ১২ জন আহত হয়। আহতদের মধ্যে মোফাজ্জেল পক্ষের রিংকু (৩৫), সেলিনা খাতুন (২৮), হাসি খাতুন (১৮) তাসলিমা খাতুন (৪০),মোফাজ্জেল হোসেন (৬০) এবং অপর পক্ষের আব্দুল হালিম (৩৫) এবং আব্দুর রশিদকে (৬০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে হালিম ও রশিদের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।