বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জামায়াতের ৯ কর্মী গ্রেপ্তার : ৩টি ককটেল ও জিহাদী বই উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 30, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জামায়াতের ৯জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৩টি ককটেল ও জিহাদী এবং সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন-জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৪৩), শিশিরপাড়া গ্রামের আকছেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৬০), জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫০), রাজাপুর গ্রামের হাউস আলীর ছেলে জাকারিয়া (৪০), বাঁশবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা (৪০), শানঘাট গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী (৬৫), ধানখোলা গ্রামের আসমত উল্লাহর ছেলে জামাল উদ্দীন (৬৩), একই গ্রামের মাঠপাড়ার রইচ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৬০) ও তেঁতুলবাড়ীয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

শনিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একাধিকদল উপজেলার ধানখােলা স্কুল মাঠে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ওসি আব্দুর জানান,সরকারি বিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনায় বিভিন্ন গ্রাম থেকে আসা জামায়াত ইসলামের নেতাকর্মীরা ধানখোলা স্কুল মাঠে একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল । গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের কয়েকটি সেখানে অভিযান চালিয়ে ৯জন জনকে আটক করে । এসময় তাদের কাছ থেকে ৩টি ককটেল ও জিহাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে ৪৩ (৯)-২৩ এর ১৯৭৪ ধারার স্পেশাল পাওয়ার এক্ট্রিব পাওয়ার এর ১৫ (৩)-২৫এর ডি তৎস্য ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ৪/৫ এর অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।