বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জুলাই পূন:জাগরণে শপথ অনুষ্ঠিত

By Meherpur News

July 26, 2025

 গাংনী প্রতিনিধি :

জুলাই পূন: জাগরণে সমাজগঠনে শপথ, আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ,আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এসময়র বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল,মেহেরপুর জেলা মুক্তিযােদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম (সোনা), সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন। এসময় উপস্থিত ছিলেন রাজনীতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।