মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী:
জুয়া খেলার অপরাধে ফজলুর রহমান নামের এক জুয়াড়ীর ৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত ফজলুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের দবির উদ্দীনের ছেলে। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর আগে বিকালের দিকে ফজলুর রহমান কে আকুবপুর গ্রাম থেকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সাহাবুদ্দীন আহমেদ সংগীয় ফোর্সসহ গ্রেফতার করে। গাংনী থানার এসআই শুশান্ত কুমার জানান,গ্রেফতার ফজলুর রহমান কে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।