বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ট্রাকের ধাক্কায় মুসল্লী নি-হ-তের ঘটনায় ট্রাক চালক গ্রে-প্তা-র

By মেহেরপুর নিউজ

September 19, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ আখ সেন্টারের কাছে ট্রাকের ধাক্কায় আতিয়ার রহমান নামের এক মুসল্লী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক মুন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত মুন্টু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের মৃত মঈন শেখের ছেলে। নিহত আতিয়ার রহমানের ছেলে মিঠন আলীর দায়ের করা মামলায় সােমবার দিবাগত রাতে ট্রাকসহ চালক মুন্টু মিয়াকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশের একটিদল।

থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দীর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানা সূত্র জানায়,গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের টেপিপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান সােমবার মাগরিবের সময় দেখা বাইসাইকেল যোগে বাড়ি থেকে গাংনী শহরের খানকা শরিফের মসজিদে মাগরিবের নামাজের জন্য যাচ্ছিলেন। তিনি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উত্তরপাড়ার তেঁতুলতলা নামক স্থানে পৌঁছান। সড়কের পাশে রাখা পাথরের উপর তার বাইসাইকেলের চাকা ওঠে পিচ্ছিলে পড়ে গেলে,পিছন দিক থেকে আসা একটি পাইপবাহী ট্রাক ধাক্কা দিয়ে চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। ওই ধাক্কায় ঘটনাস্থলেই আতিয়ার নিহত হয়। এ ঘটনায় আতিয়ারের ছেলে মিঠন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। পরে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটিদল মেহেরপুরের আমঝুপির একটি তেলপাম্প থেকে ট্রাকসহ ড্রাইভার মন্টু মিয়াকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ট্রাকসহ ড্রাইভারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।