টপ নিউজ

গাংনীতে ডিবির অভিযানে ৬ পলাতক আসামি আটক

By মেহেরপুর নিউজ

July 29, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জুয়া খেলার মামলার ৬জন পলাতক আসামীকে আটক করা হয়েছে। মেহেরপুর জেলা ডিবি পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মফিজ উদ্দীনের ছেলে সাইদুল ইসলাম (৩৫),গাংনী বাজারপাড়ার মনিরুল ইসলামের ছেলে জনি (৩০),চৌগাছা গ্রামের পচা মন্ডলের ছেলে ফিরোজ হোসেন (৩০),একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ফটিক ওরফে বাবু (৩৬),পচা মন্ডলের ছেলে বজলু মন্ডল (৩৬) ও ফরিদপুরের ভাঙ্গা থানার গােলপােনদি গ্রামের সন্তােষ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৩৫)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটিদল চৌগাছা গ্রাম থেকে ৬ জনকে আটক করে। জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক খোন্দকার শাহ আলমের নেতৃত্বে এস আই (নিঃ) অজয় কুমার কুন্ডু,এএসআই (নি:) আহসান হাবীব ও এএস আই মাহতাব উদ্দীন সঙ্গীয় ফাের্স নিয়ে চৌগাছা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬জনকে আটক করেন ।

মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়,সম্প্রতি চৌগাছা এলাকায় একটি জুয়া খেলার আড্ডায় হয়েছিল। ওই সময় মেহেরপুর ডিবি পুলিশের একটিদল অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন আটক করেছিল। এসময় তাদের সাথে অন্যান্য জুয়াড়িরা পালিয়ে গিয়েছিল। ওই ঘটনায় গাংনী থানায় গত ২৫ জুলাই ১৮৬৭ সালের ধারা অনুযায়ি প্রকাশ্য জুয়া খেলা আইনের ৩/৪ এর মামলা হয়। থানার মামলা নং- ১০।