বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার অভিযোগ

By মেহেরপুর নিউজ

June 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ জুন: মেহেরপুরের গাংনীতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৩জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজন কে গ্রেফতার করেছে। পাল্টা হামলায় ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবারো হামলা পাল্টা হামলার আশংকা করছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়,গাংনী উপজেলার চিৎলা গ্রামের আব্দুল বারীর ছেলে আশরাফুল ইসলাম ও নিত্যান্দপুর গ্রামের নিরাঞ্জন মন্ডল এর ছেলে অরুন মন্ডল দীর্ঘ দিন যাবত যৌথভাবে ডিস ব্যবসা করে আসছে । তাদের মাঝে ব্যবসায়ী অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম জানান,শুক্রবার সন্ধ্যায় ডিস লাইন মেরামত করে বাড়ি ফিরছিলাম। এসময় অরুন মন্ডল আতর্কিত ভাবে আমাদের উপর হামলা করে এবং তিন জন কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করলে গাংনী থানা পুলিশ বিকাস মন্ডল, অরুন মন্ডল কে আটক করে। এদিকে অরুন মন্ডল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন,আশরাফুল ইসলামের কাছে ব্যবসায়ীক টাকা পাওয়া ছিল। পাওনা টাকা চাইতে গিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিকাশ মন্ডলের স্ত্রী শান্তি মন্ডল জানান, শুক্রবারের ঐ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যার দিকে তার ও অরুন মন্ডল বাড়ীতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে আশরাফুল ইসলামের লোকজন। গাংনীর ওসি আনোয়ার হোসেন জানান বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।