বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে তরিকুলের ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা

By মেহেরপুর নিউজ

February 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ ফেব্রুয়ারি: নোংরা পরিবেশ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় মেহেরপুরের গাংনীর রবিউল ইসলাম মেমোরিয়াল ডায়াগনষ্টিক সেন্টারের মালিক তরিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মো: সজিব উদ্দীন ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন। মেডিক্যাল অফিসার মো: সজিব উদ্দীন জানান, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে তরিকুল ইসলামের ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্যাথলজিতে অপরিস্কার পরিবেশ ও রিএজেন্ট ( প্রয়োজনীয় যন্ত্রপাতি) স্বপ্লতার জন্য তরিকুলের ৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দেওয়া হয়। গত ১৯ ফেব্রুয়ারি সোমবার কালের কণ্ঠ’র রুপসা পাতায় প্যারামেডিক সার্জন’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদে করিৎকর্মা তরিকুল ইসলাম শুধুমাত্র ডায়ানষ্টিক সেন্টারের অনুমোদন নিয়ে একই ভবনে আরো দুটি প্রতিষ্ঠান চালাচ্ছিলেন। তার একটি ছিল রবিউল ইসলাম মেমোরিয়াল হাসাপাতাল। অপরটি ছিলো প্যারামেডিক্যাল ও নার্সিং প্রশিক্ষণ প্রকল্প। খোঁজ নিয়ে জানা গেছে, সংবাদ প্রকাশের পর গোপনে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল এবং প্যারামেডিক্যাল ও নার্সিং প্রশিক্ষণ প্রকল্প নামের কার্যক্রম দুটি গুটিয়ে নিয়েছেন। তবে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের সাইনবোর্ড এখনো টাঙানো রয়েছে। একমাত্র অনুমোদিত ডায়াগনষ্টিক সেন্টারটিতেও নোংরা পরিবেশ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছিলেন ওই তরিকুল ইসলাম।