কৃষি সমাচার

গাংনীতে পাটচাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই: গাংনীতে উচ্চফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রকল্পের নির্বাচিত তালিকাভুক্ত গাংনী উপজেলার বিভিন্ন অঞ্চলের ১শ পাটচাষী অংশ নেন। আজ মঙ্গলবার গাংনী উপজেলা পাট উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় গাংনী উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী উন্নত জাতের পাট বীজ উৎপাদনের ওপর প্রশিক্ষণ দেন বিএডিসি’র কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক মাসুদুর রহমান। উফশী ও দেশি জাতের পাট উৎপাদন ও চাষের ওপর প্রশিক্ষণ দেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম হারুন অর রশিদ