টপ নিউজ

গাংনীতে দুস্থ অসহায় ও অসচ্ছল আওয়ামীলীগ নেতা-কর্মীদের মাঝে অনুদানের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

July 14, 2019

গাংনীতে দুস্থ অসহায় ও অসচ্ছল নেতা-কর্মী ও সমর্থকদের চিকিৎসার্থে ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে আ.লীগের দুস্থ অসহায় ও অসচ্ছল নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে চেক বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবীল থেকে ১৪ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।কর্মীদের মাঝে ২০ থেকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্র

ধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম,জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,এমপির সহধর্মিনী লায়লা আরজুমান বানু শিলা,আবু লুইচসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।