আইন-আদালত

গাংনীতে দু মাদক সেবীর ৬ মাস করে কারাদন্ড

By মেহেরপুর নিউজ

May 19, 2015

মেহেরপুর নিউজ,১৯ মে:

মেহেরপুরের গাংনীতে গাঁজা রাখার অপরাধে শহিদুল ইসলাম ও মাসুদ রানা নামের দু মাদক সেবী কে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গাঁজা রাখার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য আইনে তাদের এ কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান ৩ পুরিয়া গাঁজা রাখার অপরাধে মাসুদ রানা কে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। এর আগে বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুশান্ত বামুন্দী ক্যম্প পাড়ার রহিম মহলদারের ছেলে মাসুদ রানা গাঁজা সহ পশু হাট এলাকা থেকে ৩ পুরিয়া গাঁজা সহ তাকে গ্রেফতার করে। অপরদিকে, সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন ভ্রাম্যামান আদালত বাসিয়ে ২০ পুরিয়া গাঁজা রাখার অপরাধে শহিদুল ইসলাম কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এর আগে পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবির ২০ পুরিয়া গাঁজা সহ হাড়াভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কারাদন্ড প্রাপ্ত শহিদুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার কামারগাড়া এলাকার ইশারত আলীর ছেলে।