মেহেরপুর নিউজ,২১ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের সামছুল ইসলাম(৪৫) নামের এক ধর্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। সামসুল ইসলাম একটি ধর্ষন মামলার একমাত্র আসামী। সে তার মেয়ের এক বান্ধবীকে ধর্ষন করেছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে গাংনী হাসপাতাল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী নেত্রী নুরজাহান বেগম, মহিষাখোলা গ্রামবাসীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মামলার ১১ দিন পেরিয়ে গেলেও ধর্ষক সামসুল ইসলামকে গ্রেফতার করতে না পারায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহনকারীরা। উল্লেখ্য, সম্প্রতি মহিষাখোলা গ্রামের ৭ম শ্রেণীর এক ছাত্রী তার বান্ধবীকে তার বাড়িতে ডাকতে গিয়ে বান্ধবীর পিতা সামসুল ইসলামের যৌন নির্যাতনের শিকার হয়। এক পর্যাযে ওই ছাত্রী গর্ভবর্তী হয়ে পড়ে। পরে জানাজানি হয়ে গেলে মেহেরপুরের একটি ক্লিনিকে তার গর্ভপাত ঘটানো হয় । এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত ১০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে গাংনী থানায় একটি মামলা দয়ের করেন। যার মামলা নং ১১।