কৃষি সমাচার

গাংনীতে ধানের বীজ বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 06, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমের কর্মসূচীন আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য ধানের বীজ (হাইব্রিড) বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে বীর বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ- এর সঞ্চালনায়-অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অফিসার কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়,মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ২ শত জন প্রান্তিক চাষীর মাঝে ২ কেজি করে মোট ৬.৪০ টন বোরো মৌসুমের ধানের বীজ (হাইব্রীড) বিতরণ করা হয়।