বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নাজ এলপিজি অটােগ্যাস ও ফিলিং স্টেশনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 04, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের ঝিনেরপুল এলাকায় নাজ এলপিজি অটােগ্যাস ও ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় স্টেশন চত্বরে দােয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়ােজনে সভাপতিত্ব করেন স্টেশনের সত্ত্বাধিকারী নাজমুল হক । দােয়া মাহফিল পরিচালনা করেন,গাংনী সরকারী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নুরুল ইসলাম। মাহফিলে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।